জাতীয় সমাবেশ বাস্তবায়নে রাজধানীতে জামায়াতে ইসলামীর প্রচারাভিযান
জাতীয় সমাবেশ বাস্তবায়নে রাজধানীতে জামায়াতে ইসলামীর প্রচারাভিযান
নিজস্ব প্রতিবেদক- ১৯ জুলাইয়ের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে জনমত সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে প্রচার চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে কাকরাইল, নয়াপল্টন হয়ে দৈনিক বাংলা মোড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা এই প্রচারাভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আব্দুর রব, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমীর ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীব, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সহ পল্টন-শাহবাগ, রমনা জোনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স