ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদন্ড ও যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
আপডেট সময় :
২০২৫-০৭-১১ ১৫:৩৩:৫১
ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদন্ড ও যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদক সেবীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি ট্রাক একটি পিকআপ ও তিন মোটরসাইকেল আরোহীকে ভোক্তা অধিকার আইনসহ বিভিন্ন আইনে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন স্থানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এসময় সহকারী কমিশনার ভূমি ফারহানা পৃথা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলা শশীদল ইউনিয়নের তেতাভূমি সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ টি মোটরসাইকেল আরোহী কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ব্রাহ্মণপাড়া বাজার সংলগ্ন রাস্তায় অবৈধ অনুপ্রবেশের দ্বারা যানজট সৃষ্টির দায়ে একটি ট্রাক ও একটু পিক আপক চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, (কুমিল্লা - বাগড়া) সড়কের লোহারপুর এলাকার রাস্তার গর্ত ভরাট ও মেরামত করার কাজে তদারকি করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স