সংষ্কারের অভাবে বন্ধ হয়ে যেতে পারে রাজশাহীর দুটি উপজেলার সড়ক
আপডেট সময় :
২০২৫-০৭-১১ ১৫:২৫:৪৮
সংষ্কারের অভাবে বন্ধ হয়ে যেতে পারে রাজশাহীর দুটি উপজেলার সড়ক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বন্ধ হয়ে যেতে পারে রাজশাহীর দুটি উপজেলার সড়ক যোগাযোগ। কাকনহাট-আমনুরা আঞ্চলিক সড়কের ভুষনা- চান্দুরিয়া অংশের মাত্র ৩শ মিটার সড়ক দীর্ঘদিন যাবত সংষ্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে খানাখন্দে ভরা ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে। এ সড়কটি দিয়ে রাজশাহী- আমনুরা ও গোদাগাড়ী-তানোর ভায়া মন্ডুমালা এলাকার শতশত যানবাহন প্রতিদিন চলাচল করে থাকে। দীর্ঘদিন যাবত সংষ্কারের অভাবে সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সওজ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক জানান, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবহিত আছি। সড়কটি দ্রুত সংষ্কারের ব্যবস্থা নেয়া হবে। এদিকে সড়কটি দ্রুত সংষ্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স