মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া পুলিশ প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে কর্মসূচিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(মঠবাড়িয়া-৷ ভান্ডারিয়া সার্কেল) মো.সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মৃধা ও উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. জলিল শরীফ ও উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুবকর সিদ্দিক বাদল প্রমূখ।
সভায় মঠবাড়িয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলমান আইন শৃঙ্খলা বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। সেই সাথে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলার উন্নতির বিষয়ে স্থানীয় জনসাধারন ও পুলিশের যৌথ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।