ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল-ধানীখোলা পাকা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের এডিপির আওতায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ত্রিশাল পৌরসভা। বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইনান এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ এবং পৌর জামাতের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ করে দেওয়া প্রয়োজন। সারা দেশের মতো ত্রিশালেও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।