বোয়ালখালীতে এলাকাবাসীর উদ্যােগে সড়ক সংস্কার
আপডেট সময় :
২০২৫-০৭-১০ ২০:৪২:২০
বোয়ালখালীতে এলাকাবাসীর উদ্যােগে সড়ক সংস্কার
এম মনির চৌধুরী রানা- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের চলাচল অযোগ্য লালচাঁদ বিহার সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই) লালচাঁদ বিহার সড়কের প্রায় আধা কিলোমিটার চলাচল অযোগ্য অংশ সংস্কার করে খানাখন্দ সারিয়ে তোলা হয়। এতে আর্থিক সহায়তা দিয়েছেন চিন্ময় বড়ুয়া রিন্টু। দীর্ঘদিন পর শাকপুরা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের এ সড়কটি ব্যক্তি অর্থায়নে সংস্কার করা হচ্ছে। এ সংস্কার কাজ বাস্তবায়ন করছে মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের সদস্যবৃন্দ।
জানা গেছে, প্রায় এক দশক ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এনিয়ে এলাকাবাসী পতিত আওয়ামী লীগ সরকারের এমপি, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান, মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরলেও সড়কটি সংস্কারের উদ্যােগ নেওয়া হয়নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে শাকপুরা ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ আস্ত গোপনে চলে যান ।
স্থানীয়রা জানান, শাকপুরা এলাকার অন্যতম যাতায়াতের এ সড়কটি টিআর বরাদ্দ দিয়েও সংস্কার করা যেতো। গত ১৭ বছরে এ সড়কের জন্য টিআর বরাদ্দ জোটেনি। ইউনিয়ন পরিষদ থেকে দেয়নি কোনো বরাদ্দ। অথচ শাকপুরা এলাকার বসতি শূন্য বিলের মাঝে সেতু ও সড়ক নির্মাণ কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিগত দিনের টিআর এবং কাবিখা বরাদ্দের তালিকা জন সম্মুখে আনা দরকার।
স্থানীয় বাসিন্দা অধীর বড়ুয়া জানান, শাকপুরা এলাকায় যাতায়াতের একমাত্র জনগুরুত্বপূর্ণ লালচাঁদ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছিলো। সম্প্রতি এলাকাবাসী এটি সংস্কারের উদ্যােগ নেওয়ায় সেই ভোগান্তি লাঘব হলো। স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, সড়কটি উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিলো। যদিও বিগত সময়ে বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চললেও সরকারিভাবে এ সড়কের সংস্কার করা হয়নি। বর্তমানে ব্যক্তি উদ্যােগে এর সংস্কারের কাজ চলছে শুনে ভালো লাগছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স