ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান ও জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৭-১০ ১৯:৩৫:২৭
রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান ও জরিমানা রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান ও জরিমানা

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় যানজটমুক্ত ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ০২ টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর রেল গেইট ও বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মো. মাসুদ রানা। অভিযানে সহযোগিতা করেন পৌর কর্তৃপক্ষ ও আনসার বাহিনীর সদস্যরা।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অভিযোগে ৯টি দোকান মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী এক ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনগণের চলাচলের রাস্তা দখল করে যানজট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ