ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জনজীবন

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৭-১০ ১৯:২৭:০০
পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জনজীবন পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জনজীবন

 

মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি:- পটুয়াখালী জেলায় টানা কয়েকদিন ধরে চলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নদী তীরবর্তী ও শহরতলীর নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দিনমজুর,জেলে ও ছোট দোকানদার সহ খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বিপাকে।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের চৌরাস্তা সহ পুলিশ লাইন,ঝাউতলা, তিতাস মোড়, নতুন বাজার ও বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে। এছাড়াও উপজেলার অনেক এলাকায় পানি জমে রাস্তাঘাট হাঁটার অযোগ্য হয়ে পড়েছে।

 

শহরের ফুটপাতের অস্থায়ী দোকান গুলোতেও নেই বেচাকেনা। বরং দিনের পর দিন দোকান বন্ধ রেখে ঘরে বসে আছেন অনেকে। গলাচিপা উপজেলা এলাকায় কথা হয় কয়েকজন শ্রমিকের সঙ্গে। তখন স্থানীয় গলাচিপার শ্রমিক মোঃ ছালাম মিয়া জানান, গত ২-৩ দিন ধইরা কাজ কর্ম নাই। রাস্তা-ঘাট কাঁদা, বিভিন্ন জায়গায় পানি ঢুকছে । কাজ করতে পারতেছি না, আয় নাই, খাওয়া কষ্ট হইতাছে। দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

 

গলাচিপা শহরের প্রেসক্লাবের পাশের রিক্সা চালক রফিকুল ইসলাম বলেন, এই রকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবসময়ে খারাপ। বড় বৃষ্টিতেও লোক রিক্সায় উঠে, কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেউ বের হয় না। তিনি বলেন, আগেও এমন পরিস্থিতি হয়েছে, কিন্তু এবার যেন বৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষের কষ্ট আরও বেড়ে গেছে।

 

গলাচিপা উপজেলার মতো নদীবৃষ্টিত এলাকায় এখনো পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা হয়নি। শহরের সঙ্গে গ্রামাঞ্চলের সড়কগুলো বছরের পর বছর সংস্কারের অপেক্ষায় থাকে। ফলে একটু বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরমে পৌঁছে যায়।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ