এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ৯ই জুলাই (বুধবার) ভোরবেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে একটি অবৈধ কারখানা হতে গ্যাসের সরঞ্জাম ও ৫১২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে।
স্হানীয়রা জানান, চন্দনাইশ উপজেলার আবদুর রহিম দীর্ঘদিন ধরে পটিয়ার মুজাফরবাদ এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধ গ্যাস ফিলিং কারখানা চালু করেন।এখানে খালি বোতলে পরিমাণে কম দিয়ে তা পুনরায় বাজারে বিক্রি করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে গ্যাস সরঞ্জাম সহ ৫১২টি বিভিন্ন কোম্পানির নতুন পুরান গ্যাস সিলিন্ডার, গ্যাস ফিলিং এর হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। মালিক আবদুর রহিম ও কর্মচারী যৌথ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
পটিয়া থানার এস আই সমীর ভট্টাচার্য জানান, গোপন সুত্রে খবর পেয়ে, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৫১২টি গ্যাস সিলিন্ডার, গ্যাস ফিলিং সরঞ্জাম উদ্ধার করা হয়।