ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সমাবেশের ডাক দিয়েছে - ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ১৯:২৩:০৬
দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সমাবেশের ডাক দিয়েছে - ড. শফিকুল ইসলাম মাসুদ দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সমাবেশের ডাক দিয়েছে - ড. শফিকুল ইসলাম মাসুদ

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সমাবেশের ডাক দিয়েছে। তিনি বলেন, দলীয় স্বার্থে যদি জামায়াতে ইসলামী সমাবেশ করতো তাহলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে করতে পারতো, দলের নিবন্ধন ফেরতের দাবিতে করতে পারতো এমনকি দলীয় প্রতীকের দাবিতেও সমাবেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ যে কোন কর্মসূচি করতে পারতো। কিন্তু জামায়াতে ইসলামী সেটি করেনি। কারণ জামায়াতে ইসলামী সবসময়েই দলীয় স্বার্থের আগে জাতীয় স্বার্থ বিবেচনা করে।

 

তিনি আরো বলেন, আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতের জামায়াতে ইসলামী যেই সমাবেশের ডাক দিয়েছে তার একটি দাবিও জামায়াতে ইসলামীর দলীয় স্বার্থে নয়। বরং প্রতিটি দাবি জাতীয় স্বার্থে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোনের পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এবং চকবাজার - বংশাল জোনের সহকারী পরিচালক এস. এম আহসান উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জোনের টীম সদস্য শেখ আবুল কাশেম, বংশাল দক্ষিণ থানা আমীর মো. মাহাবুব আলম ভুঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমীর মো. আনিছুর রহমান, কোতয়ালী থানা আমীর মো. মতিউর রহমান, বংশাল উত্তর থানা আমীর মাওলানা বিলাল হুসাইন, বংশাল পূর্ব থানা আমীর মাওলানা তাজুল ইসলাম, চকবাজার উত্তর থানা আমীর মাওলানা মাহফুজুর রহমান, চকবাজার পূর্ব থানা আমীর মো. রফিকুল ইসলাম, চকবাজার পশ্চিম থানা আমীর মো. আবুল হোসেন রাজন। এছাড়াও সকল থানা সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ড. মাসুদ বলেন, জামায়াতে ইসলামী যেনতেন নির্বাচন চায় না, জনগণও যেনতেন নির্বাচন করতে দিবে না। যারা বলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা বিগত ১৭ বছর আন্দোলন করেছে, তারা কি হাসিনা মার্কা নির্বাচন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায় প্রশ্ন রেখে ড. মাসুদ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে।


প্রবাসীরা ‍জুলাই-আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থ দিয়ে, বুদ্ধি-পরামর্শ দিয়ে নয় বরং তাদের পুরো পরিবার দেশে জিম্মি থাকার পরও প্রবাসীরা বিদেশের মাটিতে বসে জীবন বাজি রেখে ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

 

পিআর পদ্ধতির নির্বাচনে কেউ একনায়কতন্ত্র কায়েম করতে পারবে না উল্লেখ করে ড. মাসুদ বলেন, এজন্যই পিআ পদ্ধতির নির্বাচনে কেউ কেউ আপত্তি জানাচ্ছে। তারা যাচ্ছে কোন মতে একবার ক্ষমতায় বসতে পারলে হাসিনার চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে পরিবারতন্ত্রের রাজনীতিকে রাজতন্ত্রে রূপ দিতে। এজন্য তাদের সংস্কারে আপত্তি, পিআর পদ্ধতির নির্বাচনে আপত্তি, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না প্রস্তাবেও আপত্তি। তারা তাদের নিজেদের মত করে সংস্কার চায়। যাতে করে শেখ হাসিনার মতো ক্ষমতায় বসে, নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারে। দলীয় স্বার্থ পরিহার করে দেশ ও জাতির স্বার্থের রাজনীতি করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ