রানা ইসলাম বদরগঞ্জ রংপুর-
খামারি মুরাদ হোসেন হাড়ভাঙা পরিশ্রম করে গরুগুলো পরম যত্ন করে বড় করছিলেন। চারটি গরুর মধ্যে দুটি গরু দুধ দিতো। আর ভেবেছিলেন গরুগুলো মোটাতাজা করে ভালো দাম পাবেন। কিন্তু সোমবার দিবাগত রাত ৪টার দিকে তার গরুগুলো নিয়ে যায় চোরেরা।
উপজেলা লোহানীপাড়ার ইউনিয়ন মন্ডলপাড়া গ্রামের মুরাদ হোসেন কষ্টার্জিত কন্ঠে বলেন, রাত তিনটা পর্যন্ত গরুগুলো পাহারা দিয়েছিলাম। এরপর আমি ঘরে যেয়ে ঘুমাই। সকালে উঠে দেখি গোয়ালঘর শূন্য। চারটি গরু একসঙ্গে চোরেরা নিয়ে যেয়ে আমার স্বপ্ন শেষ করে দিল।
লোহানীপাড়ার ইউনিয়ন বিএনপির সভাপতি নিপুন ইসলাম বলেন, গরুগুলো চুরি করে নেওয়ার সময় চোরেরা সঙ্গে আনা একটি পিক-আপের নম্বর সিসি ক্যামেরাতে দেখা গেছে। প্রশাসন যদি সিসি ক্যামেরা মাধ্যমে পিক-আপের নম্বর টি শনাক্ত করে তাহলে গরুগুলো হয়তো উদ্ধার করা যেত।
বদরগঞ্জ উপজেলা লোহানীপাড়ার ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকতা এএসআই জুয়েল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গরুগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।