ব্রাহ্মণপাড়ায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিরণ কার্যক্রম উদ্ভোধন
আপডেট সময় :
২০২৫-০৭-০৯ ২১:৪১:৪৬
ব্রাহ্মণপাড়ায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিরণ কার্যক্রম উদ্ভোধন
মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রান্তিক কৃষকদের মাঝে তাল ও নারিকেল গাছের চারা বিতরণী কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। গতকাল ৯ জুলাই (বুধবার) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় ও ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এ সময় ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেল গাছের চারা এবং ৬০টি তালগাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সামিনুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক বাসির, রেদওয়ান, তাসলিমা, নাসিমা, ফাতেমা, তানিয়া, সাদিয়া আফরিনসহ প্রান্তিক কৃষক, কৃষাণী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিগণ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স