ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ১৭:২৩:৩৬
সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে র‍্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।


র‍্যাব জানায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ আটক হয় আবুল কামাল। মামলার বিচার শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে বসবাস করছিল।


র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, “অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ