ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাথর ভাঙ্গা মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ মুসল্লি সহ মহল্যাবাসী প্রতিকার চেয়ে গন আবেদন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে


আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ১৬:৪৭:৪০
পাথর ভাঙ্গা মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ মুসল্লি সহ মহল্যাবাসী প্রতিকার চেয়ে গন আবেদন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাথর ভাঙ্গা মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ মুসল্লি সহ মহল্যাবাসী প্রতিকার চেয়ে গন আবেদন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে





মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া কঠিন শিলার উত্তেলিত পাথর সমুহ এ্ধসঢ়;কশ্রেনীর অসাধু ব্যাবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে জন ঘনবসতি পুন্য এবং মসজিদ সংলগ্ন এলাকায় পাথর ভাঙ্গার মেশিন বসিয়ে দিবারাত্রি বিকট শব্দ দূষণ করছে। শুধু তাই নয় প্রতিযোগীতামুলক ভাবে আরো বৃহৎ আকারের মেশিন বসানোর অপতৎপরতা অব্যাহত রয়েছে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমে লিখিত ভাবে গন অভিযোগ দাখিল করেছেন।


লিখিত গন অভিযোগে জানা গেছে, পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা পাথর খনি সংলগ্ন খোট্টার ডাঙ্গা জামে মসজিদ ও বসত বাড়ির সন্নিকটে কয়েকটি পাথর ভাঙ্গার মেশিন বসিয়ে দিবারাত্রি উচ্চ মাত্রার শব্দ দূষণ এবং পাথরের ডাইসের গুড়ো বাতাসে উড়ে এসে চরম ভাবে মনুষ্য বসবাস উপযোগী পরিবেশ দুষন অব্যাহত রেখেছে। সদ্য ভুমিষ্ট হওয়া শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা পরিবেশ ও শব্দ দূষণের কবল থেকে রক্ষা পাচ্ছে না। মসজিদে মুসুল্লিগনের ইবাদতে বিঘ্ধসঢ়;ন ঘটছে, ঘরের দরজা জানালা বন্ধ রেখেও পাথরের ডাইসের ধুলো ময়লায় ঘরে বসবাস কষ্ট কর। শিক্ষার্থীরা উচ্চ মাত্রার শব্দের কারনে ঠিক মত পড়ালেখা করতে পারছেনা।


অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙ্গার মেশিন পরিচালনাকারি সিন্ডিকেট সদস্যরা কোন নিয়মনীতিরই তোয়াক্কা না করে শান্তি প্রিয় সাধারণ মানুষ কে জিম্মি করে অবাধে লোকালয়ে স্ধসঢ়;হানীয় প্রশাসনের নাকের ডগায় তাদের অপতৎপরতা অব্যাহত রাখলেও প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছেন। নতুন করে মসজিদ সংলগ্ন স্ধসঢ়;হানে মধ্যশিলা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক বড় ধরনের মেশিন বসানোর অপতৎপরতা শুরু করেছে। একারণে মুসল্লীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, শুধু তাই নয় উচ্চ মাত্রার শব্দ দূষণের কারণে ইতিমধ্যে অনেকের মাথা ব্যাথা সহ বিভিন্ন রোগের পূর্বাভাস দেখা দিয়েছে এবং মোবাইল ফোনে আলাপচারিতা বিঘ্ধসঢ়;ন হচ্ছে।


এ বিষয়ে জাহাঙ্গীর  আলম ও আল আমিন নামক দুজন পাথর ব্যবসায়ী জানান, আমাদের মেশিন দুটো লোকালয় এবং জনবসতি থেকে অনেক দুরে হওয়ার দীর্ঘদিন হতে পরিচালিত হয়ে আসছে। সচেতন মহল মনে করেন জনস্বার্থে পরিবেশ দুষন রোধে দ্রæত প্রতিকার মুলক ব্যবস্ধসঢ়;হা নেওয়া বান্ধসঢ়;চনীয়।


অভিযোগ কারী নুরুজ্জামান জানান, যদি আগামী ১৫ জুলাই /২৫ এর মধ্যে প্রশাসনিক ভাবে প্রতিকার মুলক পদক্ষেপ গৃহীত হয় তাহলে আলহামদুলিল্লাহ অন্যথায় গ্রামবাসি সহ ঐ দিন মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ