নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া আব্দুল্লাহ আল মামুন।
নবীনগরের একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় একটি নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। সড়কের পাশে স্তূপ করে রাখা কংক্রিটের স্ল্যাবগুলোর অনেকগুলো ভাঙা ও ফাটলযুক্ত, যা নির্মাণ শুরুর আগেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
প্রকল্প এলাকায় উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজের মান নিয়ে কেউ তেমন খেয়াল রাখছে না। নেই কোনো প্রকৌশলী বা তদারকির লোকজন। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “সরকারি অর্থের অপব্যবহার করা হচ্ছে। যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তা এক-দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে।”
একাধিক সূত্রে জানা গেছে, প্রকল্পটি কোনো একটি এলজিইডি অথবা ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কোনো সাইনবোর্ড দেখা যায়নি, যা একটি প্রকল্পে বাধ্যতামূলক।
স্থানীয়রা দ্রুত এই অনিয়ম বন্ধ করে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা জানান, বর্ষার সময় এমন দুর্বল সড়ক নির্মাণ এলাকাকে আরও ঝুঁকির মুখে ফেলবে। এ বিষয়ে নবীনগর উপজেলা প্রকৌশলীর দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।