ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে চার মাদক কারবারি আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার।


আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ১১:৫৬:৪৪
কালীগঞ্জে চার মাদক কারবারি আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার। কালীগঞ্জে চার মাদক কারবারি আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার।

 

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর। 


গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (৭ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশের মুনসেফপুর এলাকায় ও কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।

 

আটক ব্যক্তিরা হলো- কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল চিশতী (৬০), একই গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০), উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (২৭) এবং নরসিংদীর শিবপুর উপজেলার পূর্ব মুন্সিবাজার গ্রামের আবু সাইদের ছেলে হারুন অর রশিদ (৪৫)।

 

ওসি আলাউদ্দিন জানান, সোমবার বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মুনসেফপুর এলাকার কে.টি.এল গ্যারেজের সামনে থেকে হারুন অর রশিদকে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে, একইদিন সন্ধ্যায় মূলগাঁও গ্রামেন ইসমাইল, পারভেজ ও আমজাদকে আটক করা হয়। এ সময় ইসমাইলের বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের বারান্দা থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা (নম্বর- ৫ ও ৬) দায়ের করা হয়েছে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ