ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবস' ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়


আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ১১:০৮:১৩
জুলাই শহীদ দিবস' ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ দিবস' ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়


বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় পালন করা হবে সরকার ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ (১৬ জুলাই) এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।


মঙ্গলবার (৮ জুলাই) বিকালে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরের পরিচালক, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং শিক্ষক প্রতিনিধি ও কর্মকর্তারা।


সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হবে। তিনি নির্ধারিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ