সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
আপডেট সময় :
২০২৫-০৭-০৭ ২২:১৫:৪৫
সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা- নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭জুলাই) উপজেলার পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, বিএমএসএফ গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ।
বক্তব্য রাখেন, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, সেলিম আল রাজ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোখলেছুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, শামীম আনোয়ার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীমের নামে পিরোজপুরে, ব্যুরো প্রধান আখতার ফারুক শাহীনের বিরুদ্ধে বরিশালে, সীতাকুন্ডের প্রতিনিধি এসএম ফোরকান আবুসহ ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও সদস্য মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনের মামলা, রমনায় রূপালী বাংলাদেশের দুই সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক আলোকিত সকালের তরফদার মামুন, গাজীপুর পলিথিন কারখানায় হয়রানির শিকার ৭জন, কক্সবাজারে ২সাংবাদিক, চট্টগ্রামের সাংবাদিক মাসুদসহ গত ৬মাসে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন ও হয়রানির শিকার ১১৯জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা-নির্যাতন ও নিপীড়নের ঘটনার নিন্দা জানানো হয়। সারাদেশে বিভিন্ন আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি ও প্রত্যাহারের দাবি জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স