চট্টগ্রামে বোরকা পরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
আপডেট সময় :
২০২৫-০৭-০৭ ২০:৩০:৫৪
চট্টগ্রামে বোরকা পরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
এম মনির চৌধুরী রানা- চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশায় বোরকা পরা কয়েকজন দুর্বৃত্ত এসে মো. সেলিম (৪২) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্ট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মো. সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় বোরকা পরা কয়েকজন দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ ( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স