ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।


আপডেট সময় : ২০২৫-০৭-০৬ ১৭:৫৮:৫৩
কয়রায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। কয়রায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
 
 
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে কয়রা উপজেলা  প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তর প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী ও সদস্য দৈনিক আমার বার্তা প্রতিনিধি মল্লিক আঃ রউফ এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, আইনে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তিব্র নিন্দা ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ৬ জুন রবিবার সকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কয়রা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।


গত ২৯ জুন খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন কয়রার ২ নম্বর গ্রামের বাসিন্দা ও এনসিপি নেতা এ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলমকে নির্দেশ দিয়েছেন।

 
মামলায় আসামি করা হয়েছে জনবাণী পত্রিকার কয়রা প্রতিনিধি আব্দুর রউফ মল্লিক, নয়া দিগন্তের প্রতিনিধি গোলাম রব্বানী ও স্থানীয় বাসিন্দা মারুফ বিল্লাহকে।  মামলার এজাহারে বলা হয়েছে, গত ৬ জুন একটি অনলাইন পোর্টালে বাদীর আপত্তিকর ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং ১২ জুন সেটি জনবাণী ও নয়া দিগন্তে ছাপা হয়।

 
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি
 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ