ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৬ ১৭:১২:৩৩
বরিশাল মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বরিশাল মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর শাখার ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


০৬ জুলাই রোববার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।


প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা দিয়ে- তাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে জামায়াতের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 


অ্যাডভোকেট হেলাল বলেন, আগামী ১৯ জুলাই রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য কাজ করতে হবে, বরিশালের সকল পাড়া মহাল্লা থেকে মিছিল সহকারে ঢাকার উদ্দেশ্য রওনা হব। বাংলাদেশর জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে আছে সেই পরিবর্তন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের নেতৃত্বে হবে, ইনশাআল্লাহ্।


মহানগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আতিকুল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। 


আরও উপস্থিত মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির প্রমুখ নেতৃবৃন্দ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ