পিরোজপুরে অস্ত্রসহ আওয়ামীলীগ কর্মী গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-০৭-০৫ ২৩:৫৪:৫১
পিরোজপুরে অস্ত্রসহ আওয়ামীলীগ কর্মী গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেশীয় অস্ত্রসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ইউপি সদস্যের নাম মো.জাকির হোসেন ওরফে নিজাম। তিনি উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টিয়ারখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী। ইতিপূর্বে তিনি একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে কিছুদিন পূর্বে জামিনে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এই ঘটনায় মঠবাড়িয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স