কুষ্টিয়া রথের মেলায় চাঁদাবাজির তথ্যচিত্র ধারণ ও কারণ জানতে চাইলে লাঞ্চিতের শিকার সাংবাদিক
আপডেট সময় :
২০২৫-০৭-০৫ ২৩:০৩:৫৬
কুষ্টিয়া রথের মেলায় চাঁদাবাজির তথ্যচিত্র ধারণ ও কারণ জানতে চাইলে লাঞ্চিতের শিকার সাংবাদিক
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ফিরতি রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় পৌরসভার ভুয়া খাজনা রশিদে চাঁদাবাজির তথ্যচিত্র ধারণ ও চাঁদাবাজির কারণ জানতে চাইলে চাঁদাবাজদের হাতে লাঞ্চিতের শিকার হয়েছেন সাংবাদিক। শনিবার (০৫ জুলাই) দুপুরের দিকে এনএস রোডের রথের মেলায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ৫ই জুলাই দুপুর ১টা কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এনএস রোডের তোফাজ্জল হেলথ কেয়ারের সামনে গেলে (৭-৮) জনের একটি চাঁদাবাজ দল ফিরতি রথযাত্রা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় আগত প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে (৫০-১০০) টাকা, ক্ষেত্রবিশেষে ২০০ টাকা পর্যন্ত পৌরসভার খাজনা আদায়ের ভুয়া স্লিপ দিয়ে টাকা আদায় করছে এই চাঁদাবাজ গ্রুপ।
সাংবাদিকরা সরেজমিনে গেলে তখনো অস্থায়ী দোকানগুলো থেকে পৌরসভার ভুয়া রসিদ দিয়ে টাকা আদায় করছিল এসব চাঁদাবাজরা। এ সময় ক্যামেরায় টাকা আদায়ের দৃশ্য ধারণ করা হয়।
পরে পৌরসভার রশিদ দিয়ে চাঁদা আদায়কারীদের কাছে পৌরসভার অনুমতি না থাকার পরও কিভাবে চাঁদা আদায় করছে জানতে চাইলে, এটিএন বাংলা ও জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি খ. তুহিন আহমেদসহ ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে চাঁদাবাজরা।
এ সময়, সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি ক্যামেরা পার্সন সালাউদ্দিন আহমেদের মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদা আদায়কারী রোমান (৪৫), পিতা: মজনু, শামিম (৪০), পিতা: মৃত লাল উভয়ের বাড়ি আড়ুয়াপাড়া,রাজার পুকুরের পাশে। বাকি চাঁদা আদায়কারী আসিফ, তারেক, শাহিন, খোকনের নাম পাওয়া গেলেও অন্যদের নাম জানা যায়নি।
রথে আসা অস্থায়ী দোকানদার মো : সামাদ জানান, দীর্ঘদিন রথের সময় আমি এখানে গৃহস্থালীতে ব্যবহার্য দা,বটি,কাঁচি বিক্রি করে আসছি। এবারে দেখছি রথে আসা অস্থির ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হচ্ছে চাঁদা। এর আগে কখনো এমনটি দেখিনি।
রথের মেলায় ব্যবসা করতে আসা বাড়াদি এলাকার শাজাহান মালিথার ছেলে অস্থায়ী কাপড়ের দোকানদার মাহাবুল জানান, আগে কখনো এ ধরনের চাঁদাবাজি ছিল না। এবারে প্রথম খাজনা তোলার নামে চাঁদাবাজি চলছে। খাজনার টাকা প্রসঙ্গে জানতে চাইলে মারতে উদ্যত হচ্ছে এরা।
ফিরতি পর্বের রথের মতো এক সপ্তাহ আগেও রথ যাত্রার প্রথম পর্বে গ্রামীণ মেলার অস্থায়ী দোকানগুলো থেকে একইভাবে চাঁদা তোলার অভিযোগ করেন, মেলার এসব দোকানদাররা। তবে চাঁদাবাজদের সকলেই আওয়ামী শাসন আমলে দলীয় প্রভাবে একই কর্ম করলেও এখন অপকর্ম করছে কাদের ছত্রছায়ায়, এমন প্রশ্ন সাধারণ ব্যাবসায়ীদের
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো:মিজানুর রহমান জানান, এ ধরনের অভিযোগ আমরা আগেও শুনেছি। এ বিষয়ে থানায় জাল রশিদে খাজনা আদায়ের কারনে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স