ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের কর্মকান্ডে ধানের শীষের একটি ভোট যেন অন্য দিকে না যায় সহ-সভাপতি নাজমা সরকার


আপডেট সময় : ২০২৫-০৭-০৫ ২২:২০:৫২
আমাদের কর্মকান্ডে ধানের শীষের একটি ভোট যেন অন্য দিকে না যায় সহ-সভাপতি নাজমা সরকার আমাদের কর্মকান্ডে ধানের শীষের একটি ভোট যেন অন্য দিকে না যায় সহ-সভাপতি নাজমা সরকার


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর 


আজ সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। গত সরকারের আমলে আমার দলের নেতা-কর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমাদের কর্মকান্ডে ধানের শীষের একটি ভোট যেন অন্য দিকে না যায়।


মিলন ভাই যখন জেলে ছিলেন, তখন আমরা সার্বক্ষনিক ভাবির সাথে জীবনের ঝুকি নিয়ে মাঠে বিচরণ করেছি। নির্বাচনের প্রচার-প্রচারনা দিয়েছি। তখন মাঠে কেউ ছিল নাগাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে বাঘুন ক্রীড় সংগের উদ্যোগে আয়োজিত ফয়জুর রহমান খান ফুলু মিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমা সরকার এসব কথা বলেন।



শনিবার বিকেলে বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসাস এর সাবেক সভাপতি আরিফ আমান ভুইয়ার সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমান হোসেন খান।


এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান আখন্দ, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাস্টার, জাংগালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, জাংগালিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান খান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি নাজমুল বেপারী, লোকমান হোসেন সরকার, মোমেনুর রহমান খান, আশরাফ খান, মাইদুল আলম  বাবু, মাফুজ খান প্রমুখ।


খেলায় ট্রাইব্রেকারে বক্তারপুর ইউনিয়ন ফুটবল একাদশ জাংগালিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ