ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নকলায় সংবর্ধিত হলেন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা


আপডেট সময় : ২০২৫-০৭-০৫ ২১:১৪:৩২
নকলায় সংবর্ধিত হলেন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা নকলায় সংবর্ধিত হলেন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা
 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখার ৩ কর্মকর্তা ৪৪তম বিসিএস পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় সোনালী ব্যাংক পরিবার তাঁদেরকে সংবর্ধনা দিয়েছে। 

 
৩ জুলাই বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তারা হলেন নাহিদ হাসান, আবীর হাসান নাঈম এবং মাহবুবে সুবহানী মারুফ। 

 
সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো.মনিরুজ্জামান ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ওইসময় প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার রিয়াজুল জুয়েল, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. আনারুল হক, সিনিয়র অফিসার (ক্যাশ) একেএম আসাদুল্লাহ, অফিসার সোহানুর রহমান সুমনসহ সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 
বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যাংক কর্মকর্তা নাহিদ হাসান জানান, স্রষ্টার অশেষ রহমত আর কঠিন অধ্যবসায় আমাকে দেশের জন্য কাজ করার বিরাট একটা সুযোগ করে দিয়েছে। আমি দেশবাসির সেবায় সে সুযোগটি কাজে লাগাতে চাই। 

 
সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৩ ব্যাংক কর্মকর্তা সবসময় নিজ নিজ কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। তাদের উত্তম গ্রাহকসেবা ও দায়িত্বশীল আচরণ শাখার সকল গ্রাহকদের গ্রাহকসেবার মান অনেক বাড়িয়ে দিয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ