হত্যা মামলার আসামী ফরিদ হোসেন @ সানি র্যাব কর্তৃক ফরিদপুরের মধুখালিতে গ্রেফতার।
হত্যা মামলার আসামী ফরিদ হোসেন @ সানি র্যাব কর্তৃক ফরিদপুরের মধুখালিতে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : মধুমতি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে শখিন (৩৫) হত্যা মামলার আসামী ফরিদ হোসেন @ সানি (২৮) র্যাব-১০ কর্তৃক ফরিদপুরের মধুখালিতে গ্রেফতার।
গত ২৬/০৬/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় ভিকটিম শখিন খাঁন (৩৫) জীবিকা নির্বাহের জন্য ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চন্ডিবিলা গ্রামের পশ্চিম পাশে মধুমতি নদীতে মাছ ধরতে গেলে আসামী মো: ফরিদ হোসেন @ সানি (২৮)’সহ অপরাপর আসামীগণ নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত নদীতে তাদের নৌকা নিয়ে মাছ ধরতে এসে ওঁৎ পেতে থেকে ভিকটিমকে দেখে গালাগালি করাসহ বৈঠা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে নদীতে ফেলে দিলে গত ২৭/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন চর পাঁচুরিয়া গ্রামের পূর্ব পাশে মধুমতি নদীর তীরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় ভিকটিমের মৃতদেহ দেখতে পায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশের সহায়তায় ভিকটিমের মৃতদেহটি মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে। বাদীর এরূপ অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মামলা নং- ২৫, তারিখ- ২৭/০৬/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত হত্যা মামলার সাথে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.৪৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের মধুখালি থানার নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো: ফরিদ হোসেন @ সানি (২৮), পিতা- মো: ইশ্রাফিল শেখ, সাং- নওপাড়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স