সুমন মন্ডল পাবনা। পাবনার সাঁথিয়া ধূলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। মোঃ নজরুল ইসলাম নজু সাহেব। ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। ধূলাউড়ি ইউনিয়নের (৯) ওয়ার্ডের যে সকল রাস্তা গত (১০ বছর) অবো হেলিত ছিলো। মানুষ ছেনন্ডেল পাই দিয়ে হাঁটতে পারতো না। সেখানে বালু ও ইট দিয়ে যাওয়ার সু ব্যাবস্থা করে দিয়েছে। ও অসুস্থ ব্যক্তি কে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে চিকিৎসা করার জন্য। ও গরিব - দুঃখী মানুষের পাশে
দাঁড়াচ্ছেন।
এসময় আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। নজুর সাথে কথা বললে তিনি জানান, দৈনিক বাংলার আলো কে। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি। ধূলাউড়ি ইউনিয়ন কে পাবনার ভিতরে (১) নং ইউনিয়ন করবো ইনশাআল্লাহ।
আরো বলেন, পাবনার সাঁথিয়া ধূলাউড়ি ইউনিয়ন বাাঁশির। জন সেবা করার সুযোগ দিন। আমি মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম নজু চেয়ারম্যান পদপ্রার্থী ধূলাউড়ি ইউনিয়ন। আমাকে আপনার মুলোবান ভোট দিয়ে জন সেবা করার সুযোগ দিন।