ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি আটক।


আপডেট সময় : ২০২৫-০৭-০১ ১২:১৬:১০
ফরিদগঞ্জে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি আটক। ফরিদগঞ্জে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি আটক।
 
 
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২২ সালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম নিরুকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরঃদুখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

 
জানা ঘেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এ ঘটনার, প্রায় আড়ার বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুবদল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তকারী অফিসার ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাজহারুল ইসলাম নিরুকে আটক করে। সোমবার দুপুরেই তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

 
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম নিরুকে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ