ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে মইজ্জ্যারটেক উট দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ


আপডেট সময় : ২০২৫-০৬-০৩ ১৪:২৬:৩৪
চট্টগ্রামে মইজ্জ্যারটেক উট দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ চট্টগ্রামে মইজ্জ্যারটেক উট দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠের পশুর হাটে এবার দেখা মিলেছে ৩টি বিশাল উটের। যশোরের বেনাপোল থেকে ফিরোজ মামুন ডেইরি ফার্মের উদ্যোগে প্রথমবারের মতো আনা হয়েছে এই মরু প্রাণীগুলো।


উট দেখতে হাটে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ, কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য ক্রেতা মেলেনি। প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা। গত শুক্রবার (৩০ মে) রাত পর্যন্ত মাত্র একটি উট ৩০ লাখ টাকায় এক ঢাকার ব্যবসায়ী কিনেছেন।


ডেইরি ফার্মের প্রতিনিধি মন্টু হোসেন জানান, “প্রতিবছর দেড় শতাধিক গরু নিয়ে আসি। এবারই প্রথম উট এনেছি।” তিনি আরও বলেন, “উটগুলো দুই বছর আগে ঢাকা থেকে ২১-২২ লাখ টাকায় কেনা হয়। প্রতিদিন ছোলা, ভুট্টা, গম, মশুর ডাল, কাঁচা ঘাস খাওয়ানো হয় এবং নিয়মিত গোসল করানো হয়। প্রতিটি উটের ওজন প্রায় ১৫ মণ, উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। এদের স্বাস্থ্য ও সৌন্দর্য হাটে আসা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।


মইজ্জ্যারটেক বাজারের ইজারাদার মো. জসিম উদ্দীন জুয়েল বলেন, এই হাট চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় কোরবানির পশুর গরু, মহিষ, ছাগল, দুম্বা, বাজার। এবার উট আসায় বাজারের আকর্ষণ ও বৈচিত্র্য বেড়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ