রানা ইসলাম বদরগঞ্জ রংপুর : রংপুরে বদরগঞ্জে পৌরশহরে প্রধান প্রধান সড়কে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করছেন সেনাবাহিনী। বুধবার ২৮মে দুপুরে তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার জামাল হোসেন নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ দিন থেকে অবৈধভাবে ফুটপাতে গড়ে উঠা দোকান ও বিভিন্ন পন্য রেখে জনগনের চলাচল প্রতিবন্ধ কতা সৃষ্টি করছেন কিছু অসাধু ব্যাবসায়ী।
ফলে সাধারণ মানুষ ও বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ফুটপাত দখলে থাকার কারনে চলাচলের বিঘ্ন ঘটে।বদরগঞ্জ উপজেলা প্রশাসন দফায় দফায় ফুটপাত দখল মুক্ত করার জন্য বিভিন্ন সময় মাইকিং ও পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু অবৈধভাবে ফুটপাত দখলকারীরা কোন ভাবেই শুনছেন না।
পুস্তক ব্যাবসায়ী আবুল কাশেম বলেন, সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ ফুটপাত দখল মুক্ত করার জন্য। আমি চাই তাদের এ কার্যক্রম ধারাবাহিকতা বজায় থাক। তাহলে ফুটপাত আর কোনদিনও দখলে থাকবে না ব্যবসায়ীদের।
পথচারী সাদ্দাম হোসেন বলেন, আমরা সেনাবাহিনী কে অনেক ধন্যবাদ জানাই। তাদের এ মহৎ কাজের জন্য। একাজ যদি চলমান থাকে তাহলে ফুটপাত দখল মুক্ত থাকবে।
বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আসতে সাবরেজিস্টার সড়কে পাশে ফুটপাতগুলো দখলে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।আমি সেনাবাহিনীর সুদৃষ্টি কামনা করছি এসড়কে ফুটপাত দখল মুক্ত করার জন্য।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা অনুপযোগী হয়ে পড়ে। ফলে ফুটপাতের ওপর নির্মান ড্রেনের উপর দিয়ে আমাদের ছেলে মেয়েরা বিদ্যালয় যাওয়ার একমাত্র পথ হয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো দখলে থাকার কারনে রাস্তায় কাঁদা মাড়িয়ে যেতে হয়।ফলে কাপড় চোপড়া,নষ্ট হয়।আবার অনেকসময় পায়ের জুতা ছিঁড়ে যায়। আজ শুনছি সেনাবাহিনী মাঠে কাজ করছেন ফুটপাত দখল মুক্ত করার জন্য। তাদের এ কাজে প্রশংসা জানাই।
এবিষয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জামাল হোসেন বলেন, রংপুর সেনাবাহিনীর কতৃক বদরগঞ্জ দীর্ঘদীনের জনদূর্ভোগ ফুটপাত দখল মুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি। এ কাজের জন্য জনগনকে সহযোগিতা করার জন্য বিশেষ আহবান করছি।