কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসতিয়াক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এম টি ইপিআই এবি এম আনিসুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমাদের বেশি করে আমিষ খাবার খেতে হবে। অতিরিক্ত ভাজা, তৈলাক্ত ও ফাস্টফুড বর্জন করতে হবে, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খেলে শক্তি সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইসতিয়াক আহমেদ বলেন, শিশুর বুদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন কমপক্ষে একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার খেতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।