ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী দুই শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন
আপডেট সময় :
২০২৫-০৫-২৮ ১৬:৩৭:৪০
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী দুই শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের দুই শত বছরের ঐতিহ্যবাহী পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন। গতকাল বুধবার সকাল ১১টায় পৌর শহরের ঢাকামোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়ীয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা।
মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহসভাপতি হানিফ মন্ডল, সহসভাপতি মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলাম, আজহার আলী ও মোমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভন্ন বয়সী নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, কবরস্থানটি প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়। এটি এই এলাকার একমাত্র কবরস্থান। স¤প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
তারা বলেন, এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আমরা কোনোভাবেই কবরস্থানের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না। এই কবরস্থান নিয়ে কোন ষড়যন্ত্র করলে এলাকাবাসী তা কঠোরহস্তে দমন করবে।
এ সময় বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স