ঢাকা , শুক্রবার, ৩০ মে ২০২৫ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা


আপডেট সময় : ২০২৫-০৫-২৮ ১৬:২৬:০৫
ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

 
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮মে বুধবার সকাল ১০.৩০টায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পশুচামড়া সংরক্ষণ, লবণের যোগান, হাট ব্যবস্থাপনা, পশুস্বাস্থ্য, নিরাপত্তাসহ ঈদকেন্দ্রিক সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়। 

 
জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহ থেকে ঢাকা বা জেলার পার্শ্ববর্তী জেলাসমূহে ঈদের ১০ দিন পর্যন্ত চামড়া যেন বের না হয়। দেশের চামড়া শিল্পের স্বার্থে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন তিনি। জেলায় পর্যাপ্ত লবনের যোগান রাখা এবং লিল্লাহ বোর্ডিংসহ চামড়া সংগ্রহের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিনামূল্যে লবণ সরবরাহের মাধ্যমে চামড়া সংরক্ষণে সহায়তায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে বলেন। ঈদকেন্দ্রিক দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তার জন্য হাইওয়ে পুলিশকে জেলার বিভিন্ন হাসপাতালগুলোর তালিকা দেয়ার জন্য স্বাস্থ্যবিভাগকে নির্দেশনা প্রদান করেন। 

 
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা জানান, কোরবানির হাটে পশুস্বাস্থ্য রক্ষায় ময়মনসিংহ জেলায় ৫২টি মেডিকেল টিম কাজ করবে। এরমধ্যে ময়মনসিংহ নগরীতে থাকবে ১০টি টিম। তারা নির্দিষ্ট পোশাকে কাজ করবে। ময়মনসিংহ জেলা ও জেলার উপজেলাসমূহের প্রশাসনের কাছে এই টিমের তালিকা পাঠানো হবে। সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়াতে ময়মনসিংহ জেলার কসাইদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।


সিভিল সার্জন অফিসের কর্মকর্তা জানান, মানব স্বাস্থ্যকেন্দ্রিক যেকোনো সহায়তার ব্যাপারে জানানো হলে তারা তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। 

 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলেন, নির্ধারিত স্থানে নগরবাসীদের কোরবানি করতে উৎসাহিত করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারের মাধ্যমে কোরবানিতে অংশ নেয়া সব বাড়িতে বর্জ্যব্যাগ পৌঁছে দেয়া হবে। আইনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তা জানান, ঈদে যানজটসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

 
সভায় জানানো হয়, ময়মনসিংহ জেলায় স্থায়ী-অস্থায়ী সর্বমোট হাটের সংখ্যা ১৬৯ এর বেশি। নগরীর মাসকান্দাসহ পাঁচটি স্পটে গরুর হাট করা যাবে না। হাটগুলোতে জালনোট ঠেকাতে ডিটেক্টর রাখতে হবে। রাস্তার উপর কোরবানির হাট বসানো যাবেনা। চাঁদাবাজি ঠেকাতে ব্যবস্থাগ্রহণ করতে হবে। ঈদের আগেই শিল্প-শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। বিটিআরসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে হবে। ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বন্ধ রাখতে হবে। 

 
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতি, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশিদ, ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ