ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। আহত ৩।


আপডেট সময় : ২০২৫-০৫-২৮ ১৫:১৫:২৮
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। আহত ৩। ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। আহত ৩।


মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ঘটনাস্থলে একজন নিহত। দুই ট্রাকের ড্রাইভার ও একজন হেল্পার আহত ৩। অপরদিকে দিনাজপুরের বিরলে ট্রাক্টর চাপায় মোটরসাইকেলর আরোহী ৮ম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে।


আজ (২৮ মে) বুধবার ভোর সাড়ে ৬ টায় দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বর্মচারী নামক এলাকায় বিরামপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ঘটনাস্থলে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের হেল্পার নাজমুল নিহত হন। নিহত নাজমুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের বাসিন্দা।


এদিকে, দুই ট্রাকের ড্রাইভার ও একজন হেলপার গুরুত্বর আহত হলে স্থানীয় এলাকাবাসী ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিব্বুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। সেখানে থাকা অপর ৩ জন আহতকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ