বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক জাকির
আপডেট সময় :
২০২৫-০৫-২৮ ১০:৫৩:৫৬
বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক জাকির
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠন বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, দৈনিক 'আমার দেশ' পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো. সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবকন্ঠ-এর প্রতিনিধি মো. জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক 'বরিশালের কাগজ' এর প্রতিনিধি মো. জাহিন খালাসি।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৭মে (মঙ্গলবার) বিকেল ৬টায় বানারীপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. জাহিন খালাসি এবং সঞ্চালনা করেন সাংবাদিক মাসুম সরদার। সভায় ক্লাবের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক মাসুদ আহমেদ, কাজী শাহিন মাহমুদ, তাওহীদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, আছিবুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে মোট ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াস শেখ। সহ-সভাপতি পদে আছেন মো. তাওহীদুল ইসলাম, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, মো. সোহেল মাহমুদ এবং মো. মিজানুর রহমান। সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঘল সুমন শাফকাত, আর যুগ্ম সম্পাদক হিসেবে আছেন মাইদুল ইসলাম শফিক ও মো. সাব্বির আহমেদ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল ইসলাম, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মো. আছিবুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, সহ-প্রচার সম্পাদক মো. সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, তথ্য সম্পাদক এমরান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন এবং পাঠাগার সম্পাদক জিসান হাসান। এছাড়াও সম্মানিত নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মাসুম সরদার, মাসুদ আহমেদ ও কাজী বশির আহমেদ।
নতুন কমিটির নেতারা দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "সংগঠনের ঐতিহ্য ও ঐক্য ধরে রেখে বানারীপাড়ার সাংবাদিকতার মানোন্নয়নে সকলে মিলে কাজ করবো।" এছাড়া তারা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স