র'বিবা তে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত।
র'বিবা তে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম বার্ষিক উপলক্ষ্যে ২৭ মে ২০২৫, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন -৩ এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্ব পালন করেন, অর্থনীতি বিভাগের প্রভাষক ইসরাত জাহান।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো ভিসি অধ্যাপক ড.সুমন কান্তি বড়ুয়া, আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তারিক মনজুর, প্রধান প্রবন্ধকার হিসেবে ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.জাবেদ ইকবাল।
উক্ত সেমিনারের বিষয়বস্তু ছিলো "রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তা এ প্রসঙ্গে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.জাবেদ ইকবাল বলেন, "রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি কথা বলেন, (বলাই) গল্পের বলাইয়ের মধ্যে দিয়ে রবীন্দ্র মানসে প্রকৃতির অপরূপ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে,
এছাড়া, সোনাতরী কবিতার বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যে প্রকৃতি এবং পরিবেশের কথা কিভাবে তুলে ধরেছেন তিনি তার প্রবন্ধ থেকে পাঠ করেন
এছাড়া প্রকৃতি ও পরিবেশের উপর মানুষের যে প্রভাব বা অত্যাচার যা রবীন্দ্র মানসকে প্রবলভাবে আঘাত করেছে, তা সাহিত্য উঠে এসেছে। " রবীন্দ্রনাথের প্রকৃতি ও পরিবেশের প্রতি যে গভীর মমত্ববোধ তা সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন।
এরপর, আলোচক অধ্যাপক ড.তারিক মনজুর প্রকৃতি ও পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই প্রবন্ধের বিভিন্ন বিষয়, ভাব-ভাষা, গতি ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স