মাসুম আহমদ : সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬ দিন ব্যাপি অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলা আজ মঙ্গলবার (২৭ মে) সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৃবিকেলে কৃষি ভবনের প্রশিক্ষণ হল রুমে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা আল আমিন প্রমুখ।
পরে মেলায় স্টল প্রদর্শনকারী কৃষক ও অগ্রগামী কৃষকদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।