ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে দিলু হত্যার আসামিদের কে গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-২৮ ০১:৩৮:১৯
নান্দাইলে দিলু হত্যার আসামিদের কে গ্রেফতার দাবিতে মানববন্ধন নান্দাইলে দিলু হত্যার আসামিদের কে গ্রেফতার দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার : ময়মনসিংহের- নান্দাইলে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত দেলোয়ার হোসেন দিলুর হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ২৭ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলার মুশুল্লি ইউনিয়নের শুভখিলা নদীর পাড় ভূঁইয়া বাড়িতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে এলাকাবাসী ও ভূক্তভোগি পরিবার।


মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেশ করেন, নিহত দেলোয়ার হোসেন দিলুর বড় ভাই মৃত সিরিজ উদ্দিনের পুত্র মতিউর রহমান বলেন পূর্ব শত্রুতার জেরে গত  ১লা মে ২০২৫ ইং দুপুরে একই গ্রামের মৃত আমিনুল হকের পুত্র সন্ত্রাসী এনামুল হকের নেতৃত্বে রতন মিয়া, মনির হোসেন ও আ: হেকিম সহ আরও ৭/৮ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মমভাবে কু/পি/য়ে হত্যা করে।


এ সময়, মহিলাদের আর্তচিৎকারে একই গ্রামের মৃত সিরাজ আলী ভূঁইয়ার পুত্র হাবিবুর রহমান নিহত দিলুর স্ত্রী রুমা আক্তার, আ: রশিদ, সাদেক মিয়া, পারভেজ সহ বাড়ীর লোকজন দিলু কে উদ্ধার করতে এগিয়ে আসলে রুমা আক্তার কে কুপিয়ে গুরুতর জখম করে।


পরে গুরুতর আহত দিলু কে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


২মে নিহতের বড় ভাই  মতিউর রহমান বাদী হয়ে, নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩ তাং ২/৫/২০২৫ ইং। মামলার বাদী মতিউর রহমান জানান বারবার বলার পর ও অজ্ঞাত কারণে মূল হোতাদের আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।


পুলিশ ১নং আসামিকে গ্রেফতার গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে ও লোকমুখে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। আমি মূল হোতাদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত বাকি আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।


দিলুকে নির্মমভাবে হত্যা করার ফলে তার স্ত্রী রুমা আক্তার ও দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে।


এদিকে, মামলার বাদীর অভিযোগ সম্পর্কে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান মামলাটি তদন্তাধীন রয়েছে, একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ