ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হল তিনদিন ব্যাপী কর্মসূচী বয়কট করলেন সাংবাদিকরা


আপডেট সময় : ২০২৫-০৫-২৮ ০১:৩১:১১
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হল তিনদিন ব্যাপী কর্মসূচী বয়কট করলেন সাংবাদিকরা ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হল তিনদিন ব্যাপী কর্মসূচী বয়কট করলেন সাংবাদিকরা
 
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক বিষয়ক মন্ত্রণালয়ে সহযোগিতা ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা।

 
মঙ্গলবার বিকেলে সমাপনী অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।


ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।


অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ এবং কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। এ উপলক্ষে সরকারি নজরুল একাডেমি মাঠে নজরুল মেলায় ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

 
বয়কট করলেন সাংবাদিকরা নজরুল জন্মজয়ন্তীর সমাপনী দিনের অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রশাসনের নির্দেশে স্বেচ্ছাসেবকরা সাংবাদিকদের ছবি তুলতে বাধাঁ দিলে ঘটে এমন ঘটনা। 

 
সংবাদকর্মীরা জানান, নজরুল জন্মজয়ন্তীর সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয় বিকেল তিনটার দিকে। আমন্ত্রিত অতিথিরা কবি নজরুলের জীবনী নিয়ে আলোচনা শুরু করলে জেলা এবং স্থানীয় সাংবাদিকরা ছবি তোলা ও ভিডিও করতে গেলে অনুষ্ঠানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা সাংবাদিকদের বাধাঁ দেয়। অনুষ্ঠান কভারেজ দিতে যাওয়া সাংবাদিকরা কেন ছবি তুলতে পারবে না জানতে চাইলে স্বেচ্ছাসেবকরা জানায় প্রশাসনের নির্দেশ।


সাংবাদিকদের দুই প্রতিনিধি স্থানীয় ইত্তেফাক প্রতিনিধি ফারুক আহমেদ ও আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আলম তুহিন মঞ্চে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী’র কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তাদের বলেন, কাছে গিয়ে ছবি তুললে ভিআইপিদের সমস্যা হয়। দুর থেকে ছবি তুলুন।


ইউএনও’র এমন বক্তব্যে অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন স্থানীয় সাংবাদিকরা। তবে পরবর্তীতে বক্তব্যটি অস্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। এর আগে ২৫ মে রোববার তিনদিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনীদিনে একই ঘটনার মুখোমুখি হন যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোর ক্যামেরা পারসন দেলোয়ার হোসেন।  

 
ছবি তুলতে গিয়ে প্রতিবন্ধকতার স্বীকার আজকের পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাইফুল আলম তুহিন জানান, ইউএনও স্যার বলেছেন, কাছে গিয়ে ছবি তুললে ভিআইপিদের সমস্যা হয়। দুর থেকে ছবি তুলুন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ