নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট- সহ গ্রেফতার ৩ মাদক কারবারী
আপডেট সময় :
২০২৫-০৫-২৮ ০০:৫৮:৩৪
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট- সহ গ্রেফতার ৩ মাদক কারবারী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পবা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার দুপুর ও সন্ধ্যায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে এসব মাদক সহ- মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নগরীর পবা থানা পুলিশ গ্রেফতার করে মোঃ আজাহার আলী ওরফে রাজা (৬৩) সে পবা থানার সূর্যপুর হলদারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ও তার স্ত্রী মোছাঃ ফাহিমা বিবি (৫৪)।
এছাড়াও, ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার মাদক কারবারী মোঃ আকাশ আলী (২৪), সে মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত সাজদার আলীর ছেলে। মঙ্গলবার দুপিুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে নগরীর পবা ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স