সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের বাহিনী প্রস্তুত আছে রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা
সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের বাহিনী প্রস্তুত আছে রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, সীমান্তে পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে।
ভারতকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সীমান্তে কোন নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটছে।
বর্তমান সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে। জেলের ভিতর থেকেই কারাবন্দীরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে। কারাগারের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবারাহ করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স