ঢাকা , বুধবার, ২৮ মে ২০২৫ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ধনবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে জখম থানায় অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৫-২৭ ১৭:৫৮:৩৩
ধনবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে জখম থানায় অভিযোগ ধনবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে জখম থানায় অভিযোগ
 

ধনবাড়ী প্রতিনিধি : টাংগাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাঐজান গ্রামে মৃত: মহির উদ্দিনের ছেলে (মানসিক প্রতিবন্ধী) মোঃ জাকারিয়া হোসেন (৩৫) কে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশীরা।


এ ব্যাপারে মানসিক রোগী জাকারিয়ার বড় বোন মোছা: হেলেনা বেগম ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে জানান, হেলেনার বসতবাড়ির পাশেই বিবাদীদের বসতবাড়ি। বিবাদীদের বসতবাড়ির বিভিন্ন গাছপালার ডাল আমার বসতবাড়িতে এসে পড়ায় আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম। আমার ছোট ভাই জাকারিয়া (৩৫) মানসিক প্রতিবন্ধী। সে বিবাদীদেরকে আমার বসতবাড়িতে হালিয়া পড়া গাছপালার ডাল কাটিয়া দিতে বলিলে ১৮/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় একই গ্রামের মোঃ জয়েন উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ (৩৫), এবং তার দুই ভাই, মোঃ সম্রাট (২৬), লাল চাঁন (২৮),ও তার মা ফাতেমা ফতে (৫৮) সহ আমার ভাই জাকারিয়ার বসতঘরে অনধিকার প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার উপর অতর্কিত আক্রমণ করে।


বিবাদীরা আমার ভাইকে এলোপাথারি ভাবে মারপিট করিয়া নিলাফুলা জখম করে। আমার ভাইয়ের ডাক-চিৎকারে আমিসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিয়া বিবাদীদের ফিরাইয়া দিলে বিবাদীরা আমার ভাইকেসহ আমাদেরকে খুন করার হুমকি দিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে আমার ভাইকে উদ্ধার করিয়া আমিসহ আমার পরিবারের লোকজন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করি। ঘটনাটির বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানাইয়া ধনবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।


অপরদিকে বিবাদীদের বাড়িতে গিয়ে তাদের তিন ভাই কে পাওয়া যায়নি। এ ব্যাপারে তার মা (ফাতেমা ফতে) বলেন, হেলেনাদের বাড়ির উপরে আমার কিছু গাছের ডালপালা যায় তার পাগল ভাই জাকারিয়ার আমাকে খারাপ ভাষায় (বকা), গালিগালাজ করে ডাল কাটতে বলে, এবং কোদাল দিয়ে আমার বাড়ীর সীমানার মাটি কাটতে আসে একপর্যায়ে একটু ধাক্কাধাক্কি হয় এবং পাগল আমার কানের একটি গহনা খুলে নিয়ে যায়। আমি আমার তিন ছেলেকে এ ঘটনাটি জানাই আমার তিন ছেলে রাতেই বাড়িতে চলে আসে। সকাল বেলা আমি ঘুম থেকে উঠার আগেই আমার তিন ছেলে পাগল জাকারিয়াকে মারধর করে।


এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ফরিদুল ইসলাম মাস্টার বলেন, মারামারি সময় দুই দিনই আমি ঘটনাস্থলে ছিলাম, প্রথম দিন মাতেমা ফতে তার কানের একটি গহনা আমি এবং ফিরুজ দেখিয়ে দেই পরে উনি তার গহনা নিয়ে চলে যায়। পরের দিন তার তিন ছেলে ঢাকা থেকে এসে সকাল বেলায় জাকারিয়া (পাগল) কে বাঁশ কাঠের স্মারক এবং মাথায় লাঠি দেয় এবং এলোপাথাড়ি মারধর করে।একজন পাগলকে যে তারা এভাবে মারল এটার কঠিন বিচার চাই আমরা এলাকাবাসী।


এ ব্যাপারে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, যে ঘটনাটি ঘটেছে অনাকাঙ্ক্ষিত কারীর কাছে আবেদন সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। স্থানীয় ইউপি মেম্বার মনোহর হোসেন বলেন আমরা ঘটনাটি শুনেছি মীমাংসার চেষ্টা করতেছি।


ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ বলেন, ২৩-০৫-২০২৫ তারিখে হেলেনা বেগম ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইন আনক ব্যবস্থা নেওয়া হবে।







 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ