শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যাক্তির মরদহে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৭ মে) সকাল সাড়ে ৭ টার দিকে পথচারীরা কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, চাঁদআলি সেতুর নিচে একটি বাঁশের খুটির সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা মরদেহটি সনাক্ত করেন। ওই ব্যাক্তি কয়রা উপজেলার নারানপুর গ্রামের মনজেল সানার পুত্র মজিদ সানা।
নিহতর পুত্র সাইদ সানা বলেন, সোমবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফিরেননি তার পিতা। সকালে জানতে পারেন তার পিতার মরদেহটি নদীর চরে পাওয়া গেছে।
কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।