ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীর চরমোন্তাজে ভয়াবহ অগ্নিকাণ্ড চার দোকান পুড়ে ছাই


আপডেট সময় : ২০২৫-০৫-২৭ ১৫:০২:৩৯
রাঙ্গাবালীর চরমোন্তাজে ভয়াবহ অগ্নিকাণ্ড চার দোকান পুড়ে ছাই রাঙ্গাবালীর চরমোন্তাজে ভয়াবহ অগ্নিকাণ্ড চার দোকান পুড়ে ছাই
 
মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারের আবাসন সড়কে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি দোকান। 

 
সোমবার রাত আনুমানিক ২টার দিকে জহিরুলের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

 
অগ্নিকাণ্ডে, সম্পূর্ণভাবে পুড়ে যায় আবুল বাশার, আমির হোসেন, জহিরুল এবং জলিল নামের চার ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান। এছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হনুফা নামের এক নারী ব্যবসায়ীর দোকান।

 
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, চায়ের দোকান ও একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান। আগুনে দোকানগুলোর পণ্যসামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

 
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণে আনার। তবে অল্প সময়ের মধ্যেই আগুনে দোকানগুলো পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সবাই স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ