মাসুম আহমদ : জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল হুসাইন ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করেছে। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে ৮ বিভাগের ৮ প্রতিযোগির মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল হুসাইন দ্বিতীয় স্হান অর্জন করে। এসময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে মেডেল প্রদান করা হয়। মেডেল গ্রহণকালে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে উপস্থিত ছিলেন।
ছিক্কা এলাকার বাসিন্দা ওমর আলী ও কাজী তনিমা আইরিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে আল হুসাইন সবার বড়। তাঁর বাবা একটি বেসরকারি কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার ও মা একজন গৃহিণী।
ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে জানান, শিক্ষার্থী আল হুসাইন খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় ও ভালো।সে চতুর্থ শ্রেণির ফাস্ট বয়। জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে দ্বিতীয় স্হান অর্জন করায় আমরা গর্বিত। তিনি জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার পরে দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে বিজয়ীদের মেডেল প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম বলেন, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল হুসাইন জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করে আমাদের উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছো। আমরা তাঁর সাফল্যে আনন্দিত।