ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপুরের হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মিরপুরে গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৫-২৬ ২৩:১৫:২৭
দূর্গাপুরের হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মিরপুরে গ্রেফতার দূর্গাপুরের হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মিরপুরে গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউলকে (৪৮) ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৫ মে) দিগত রাত পৌনে ১টায় রাজধানীর মিরপুর থানাধীন জোনাকী রোড আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রেজাউল হক, তিনি দূর্গাপুর থানার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত: বেরাজ মন্ডলের ছেলে। সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, জমি নিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে নিহতের পিতা বাদী আবুল কাশেমের সাথে একই গ্রামের আসামি আবু সালে বাবুদের সাথে দীর্ঘদিন যাবত বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় গত (১৪ মে) সকাল সাড়ে ৭টায় দুর্গাপুর থানাধীন হোজা অনন্তপুর গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে আসামিদের সহিত বাদীর কথা কাটাকাটি হয়। একই দিন সন্ধ্যা পৌনে ৭টায় কথা কাটাকাটির জের ধরে আসামিগণ দেশীয় অস্ত্র সহ সজ্জিত হয়ে বাদীর ছেলে হাসিবুর-সহ অনেকের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। ওই দিন রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম (৬৬) বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩, তারিখ (১৫ মে ২০২৫)। মামলার পর থেকে আসামীরা নিজ এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে আত্মগোপন করে। তাদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও তৎপর হয়।


এরই ধারাবাহিকতায় রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৫, সদর কোম্পানী রাজশাহী ও র‍্যাব-৪, মিরপুর ১ এর একটি অভিযানিক দল মিরপুর থানাধীন জোনাকী রোড আহমদনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যত্তম ২নং আসামী মোঃ রেজাউল হককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী রেজাউল হত্যার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতার আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ