সুমন মন্ডল পাবনা। পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ী ইউনিয়ন বিএনপির প্রেস মিটিং করেছে সাবেক নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, বাহাদুর আলী সাবেক সভাপতি ধুলাউড়ী ইউনিয়ন বিএনপি। মোঃ আমিরুর ইসলাম খসরু সাবেক সাধারণ সম্পাদক ধুলাউড়ী ইউনিয়ন বিএনপি। আবু সাইদ মীর সাবেক সাংগঠনিক সম্পাদক ধুলাউড়ী ইউনিয়ন বিএনপি। মোঃ মুত্তার হোসেন সাবেক সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি।
প্রধান বক্তবো রাখেন, আবু সাইদ মীর সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বললেন, দুই টাকার সিপাহী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাঁথিয়া উপজেলা কে কন্ট্রোল করার মত কোনোটিই তাহার মধ্যে নেই।
এদিকে, মোঃ মুক্তার হোসেনের বড় ছেলে মোঃ সুজন প্রামাণিককে গত (১৫ - ১১- ২০২৪) দুই নং রুপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবালোকে। নাম দারী সন্ত্রাসী আরজান। (৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুক্তারের হোসেনের বড় ছেলে কে। মোঃ সুজন প্রামাণিককে এলো পাতারি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে।
নাম দারী সন্ত্রাসী আরজান তাকে দেওয়া হয়েছে। (৪ নং ওয়ার্ড সদস্য। বলে জানিয়েছে আবু সাঈদ মীর সাবেক সাংগঠনিক সম্পাদক ধুলাউড়ী ইউনিয়ন বিএনপি। এ কমিটি বাতিল করতে হবে।