১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার।
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব-২ এর যৌথ অভিযানে কুড়িগ্রাম সদর থানার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর ও র্যাব-২, সিপিসি-১, ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল কর্তৃক গত ২৪ মে ২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার সদর থানার এন জি আর ২৫/০৩, কুড়িগ্রাম এর ১০ (দশ) বছর সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০/-
(বিশ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গোলাম মোস্তফা (৪০), পিতা-মৃত আয়নাল হক, সাং কলেজ পাড়া থানা ও জেলা কুড়িগ্রাম'কে ডিএমপির হাজারীবাগ থানাধীন, ভূইয়া স্টেট, ০৩ নং গলি, walton শোরুমের দক্ষিণ পার্শ্ব হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স