ঢাকা , সোমবার, ২৬ মে ২০২৫ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত ১,নিহত ১


আপডেট সময় : ২০২৫-০৫-২৬ ০২:১২:৪৫
রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত ১,নিহত ১ রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত ১,নিহত ১


মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি)। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে জ্ঞ্যানো মোহন তংচাঞ্চঙ্গার ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পূর্ণ সেন তংচনগ্যা (৩৬) নিহত হয় এবং সাথে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা রাজস্থলী উপজেলার নন্দী কিশোর তংচনগ্যা(৫২)গুরুতর আহত হয়।


২৫মে রাত সাড়ে নয় টায় ঐ দুইজন রাজস্থলী সীমান্ত সড়কে ভিউ পয়েন্ট থেকে রাজস্থলী আসার পথে হলুদিয়া পাড়া এলাকায় রাস্তার পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা গেলে ঘটনাস্থলে পূর্ণ সেন (৩৬) মারা যায়,এবং উপসহকারি কৃষি কর্মকর্তা গুরুতর আহত হয়। তাদের দুইজনকে স্থানীয়রা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 


পরে উন্নত চিকিৎসার জন্য আহত নন্দী কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় এবং নিহত পূর্ণ সেন তনচঙ্গার লাশ তার পরিবারকে হাসপাতাল কতৃপক্ষ লিখিত নিয়ে হস্তান্তর করা হয়। 


রাজস্থলী থানা ভার -প্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন -পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন হবে।এবং ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ