হোসেনপুরে জাতীয় কবি'র জন্ম-বার্ষিকী উদযাপন
হোসেনপুরে জাতীয় কবি'র জন্ম-বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার : কিশোরগঞ্জের-হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় জাতীয় কবির বৈচিত্রময় জীবনি আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, কাজী নজরুলের অনবদ্ধ সৃষ্টি যুগে যুগে আমাদের জীবন ধারায় প্রেরনার উৎস হয়ে থাকবে।
হোসেনপুর সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এ,বি,এম চঞ্চল কাজী নজরুলনের জীবন দর্শন ও নজরুল কাব্য ও রচনবলীর উপর আলোচনা করেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল হোসাইন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মানসুরুল হক রবিন।
সভায় বক্তারা বলেন, দ্রোহ, প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম তার একেকটি দীপ্তিমান শব্দ-বর্ধন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাঙালিকে উজ্জীবিত করেছে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা, উপজেলা জামায়াতে ইসলাম নেতা ও বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স